How To Place Order

Place Order – অর্ডার কীভাবে করবেন
আহেলি-তে অর্ডার করা সহজ এবং দ্রুত! আমাদের বিশুদ্ধ ও মানসম্পন্ন পণ্যগুলো কিনতে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: পণ্য নির্বাচন করে Add to Cart করুন।

ধাপ ২: আপনার কার্ট রিভিউ করুন
Shipping Cost সঠিকভাবে হিসাব করতে কার্ট পেজ থেকে Change Address এর উপর ক্লিক করে আপনার District নির্বাচন করলেই হবে হবে।

ধাপ ৩: চেকআউট-এ যান
আপনার নাম, ডেলিভারি ঠিকানা, ও মোবাইল নং প্রদান করুন।

ধাপ ৪: পেমেন্ট মেথড নির্বাচন করুন
কঃ bkash (Pay Shipping Charges Only) – শুধুমাত্র ডেলিভারি খরচ অগ্রিম পরিশোধ করে পণ্য অর্ডার করতে এই অপশন টি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর উল্লেখিত নাম্বারে শুধুমাত্র Shipping Cost পরিশোধ করুন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বার ও ট্রানসাকশান আইডিটি লিখুন। পণ্য হাতে পেয়ে পণ্যের মূল্য পরিশোধ করুন।
খঃ bkash (Pay Full Payment) – ডেলিভারি খরচ ও পন্যের মুল্য অগ্রিম পরিশোধ করে অর্ডার করতে এই অপশন টি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর উল্লেখিত নাম্বারে Total Cost পরিশোধ করুন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বার ও ট্রানসাকশান আইডিটি লিখুন।

নিশ্চিতকরণ ইমেইল ও ফোন কল
অর্ডার সফলভাবে সম্পন্ন হলে, আপনি একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন যাতে আপনার অর্ডারের বিস্তারিত তথ্য থাকবে। সেই সাথে প্রয়োজনে আপনার সাথে ফোন কলে কথা বলে অর্ডার কনফার্ম করা হতে পারে।

আহেলি-কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ!
অর্ডার প্রক্রিয়ার সময় যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা সহায়তা দরকার হয়, আমাদের Contact Us পেইজ থেকে যোগাযোগ করতে পারেন।

Shopping Cart
Scroll to Top